আজ ১৩ আগস্ট রূপালী চৌধুরীর জন্মদিন। বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নারী নেতৃত্বের এক অনন্য প্রেরণার নাম। সাধারণ কর্মী থেকে নিজ মেধা ও দক্ষতায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার শীর্ষ পদে ওঠার নজির গড়েছেন। তিনি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্বরত একমাত্র বাংলাদেশি নারী ব্যবস্থাপনা পরিচালক। বিদেশি ব্যবসায়ীদের সংগঠন ফরেন চেম্বারের সভাপতি পদে দায়িত্ব পালন করা একমাত্র নারীও তিনি।
নব্বই দশকের শুরুতেই চট্টগ্রামের চট্টেশ্বরী রোড থেকে যাত্রা শুরু করা রূপালী চৌধুরী আজ বার্জারের শীর্ষ্ পদে থেকে প্রতিষ্ঠানের ধারাবাহিক বিকাশের নেতৃত্ব দিচ্ছেন। রূপালী চৌধুরীর জন্ম চট্টগ্রামের পটিয়ায়। দীর্ঘ একযুগের বেশি সময় ধরে বার্জারের শীর্ষ নির্বাহী তিনি। ২০০৪ সালে রূপালী চৌধুরী বার্জারের পরিচালক হন। এরপর ২০০৮ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।
বার্জারের মূল্য ব্যবসা রং। বাড়ি, কাঠ, শিল্পকারখানা, যানবাহন ইত্যাদিতে ব্যবহৃত নানা ধরনের রং উৎপাদন করে তারা। বাংলাদেশের রঙ এর বাজারে তাদের মার্কেট হিস্যা ৫০ শতাংশের বেশি। বছরে বিক্রি ২ হাজার কোটি টাকার বেশি। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বার্জার। প্রিয় জন্মদিনে রূপালী চৌধুরীকে পরিবহন জগত পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
Leave a Reply