আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। কাবুল শহরের দখল তালেবান নিয়ে নেওয়ার পর সে দেশ ছেড়ে যেতে হাজার হাজার মানুষ বিমানবন্দরে জমায়েত হয়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির ফলে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার আবারো চালু হয়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। আফগানিস্তান থেকে কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বিমান চলাচল শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়র্টাস মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, কাবুল বিমানবন্দর থেকে সাধারণ মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। এখন টার্মিনাল পরিষ্কার।
Leave a Reply