রানার মোটরস লিমিটেড সম্প্রতি আইশার মোটরস লিমিটেড ভারত থেকে তিনটি পুরস্কার অর্জন করেছে। ২০২০-২১ সালে (টানা ১৭তম বছর) আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ বাণিজ্যিক যানবাহন বিক্রি, আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ ট্রাক বিক্রি ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ২০২০-২১ অর্থবছরের জন্য সেরা সার্ভিস ডিলার (টানা চতুর্থ বছর) পুরস্কার অর্জন করেছে।
বিশ্বব্যাপী সব আইশার ডিলারের উপস্থিতিতে ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকল কর্তৃক আয়োজিত বার্ষিক ডিলার সম্মেলন ২০২০-২১-এ এই পুরস্কার প্রদান করা হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী ভার্চুয়াল বার্ষিক ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন।
Leave a Reply