ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়ার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। নেতারা বলেছেন, ভোট কারচুপির মাধ্যমে যে সরকার ক্ষমতায়, তার নিজেরই বৈধতা নেই। এই অবৈধ সরকারের ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তও অবৈধ। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শাহাদাৎ খাঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা হযরত আলী, আক্তার হোসেন, ছাত্র ইউনিয়ন নেতা রাগীব নাঈম, বস্তিবাসী ইউনিয়ন নেতা নুরুজ্জামান, মকবুল হোসেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী, দেলোয়ার হোসেন, মো. হাসেম, সুমন মৃধা প্রমুখ।
Leave a Reply