ফ্লুয়েড পাইপে ত্রুটির কারণে বাজারে থাকা প্রায় ৩০ হাজার পিকআপ ট্রাক সারিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমঅ্যান্ডএম)।
গতকাল মঙ্গলবার কম্পানি জানায়, ফ্লুয়েড পাইপ সমস্যার কারণে তারা ২৯ হাজার ৮৭৮ পিকআপ ট্রাক বাজার থেকে ডেকে নিচ্ছে। এগুলো তৈরি হয়েছিল ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে। কম্পানি গাড়িগুলোর ফ্লুয়েড পাইপের সমস্যা খতিয়ে দেখবে এবং গ্রাহকদের জন্য তা সারিয়ে দেবে সম্পূর্ণ বিনা মূল্যে।
কম্পানির পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত গাড়ির গ্রাহক যাতে ঝামেলামুক্ত মেরামতের সুবিধা নিতে পারে এ জন্য তারা গাড়িগুলোর প্রত্যেক মালিকের সঙ্গে আলাদা আলাদা যোগাযোগ করবে। স্বেচ্ছাসেবা হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
Leave a Reply