‘বাংলার জয়যাত্রা’য় কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নাবিক মো. মোকাররম হোসেনের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির গতকাল সোমবার নাবিক মো. মোকাররম হোসেনের স্ত্রী সাহানা বেগমের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
বিএসসি কর্তৃপক্ষ জানায়, বিএসসির জাহাজ বাংলার জয়যাত্রা গত ২১ জুন হংকং বন্দরে অবস্থানকালে নাবিক মো. মোকাররম হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তী সময়ে হংকংয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ১৭ জুলাই মৃত নাবিক মোকাররম হোসেনের মৃতদেহ বাংলাদেশে ফেরত আনা হয়। বিএসসি কর্তৃপক্ষ এবং সি-ম্যান্স অ্যাসোসিয়েশনের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ চেক মৃত নাবিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, উপসচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন প্রমুখ।
Leave a Reply