রাজধানীর গুলশানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ইউনাইটেড হাসপাতালের করিডোরের ভেতর ঢুকে গেছে।গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। দ্রুতগতির রেঞ্জ রোভার গাড়িটি করিডোরের সৌন্দর্যবর্ধণকারী গাছের রেলিং ভেদ করে উপরে উঠে যায়। এতে চালক আহত হওয়ার পাশাপাশি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক মজনু মিয়া ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, বিকেলে একজন রোগী নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। চালক মজনু তাকে নামিয়ে দিয়ে যান। পরে তাকে বাসায় নেওয়ার জন্য আবার আসেন। ওই সময়ে গাড়িটি পার্ক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সেটি হাসপাতালের সৌন্দর্যবর্ধন স্থাপনার ওপর উঠিয়ে দেওয়া হয়। এতে হাসপাতালে থাকা কেউ আহত না হলেও চালক আহত হন। গাড়ি ও স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়।
ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশনস ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ বলেন, মজনু নামের ওই চালক গাড়িটি পার্ক করার সময়ে স্ট্রোক করেছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ কারণেই তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারাতে পারেন। হাসপাতালের আইসিইউ বিভাগে তার চিকিৎসা চলছে।
Leave a Reply