চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে যাত্রীর অপমৃত্যু রোধ এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রেলযাত্রীদের পরিবহন নিশ্চিত করার তাগাদা দিয়েছেন বাংলাদেশের রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দিদার আহম্মদ।
গতকাল মঙ্গলবার দুপুরে রেলওয়ে জেলা পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তাগাদা দেন। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী জানান, আইজিপি প্রথমে পুলিশ লাইনসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং একটি ফলের চারা রোপণ করেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় রেলওয়ে জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে অনেকের প্রাণহানি হয়েছে। এ অপরাধ রোধ করতে হবে। যাত্রীদের এ অপমৃত্যু আমাদের কাম্য নয়।’ তিনি করোনা মহামারির ব্যাপারে বলেন, অবশ্যই রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে।
Leave a Reply