সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সব অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না। বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স দিতে দেরি করায় মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে।’ এ সময় বাংলায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন মন্ত্রী। সভায় রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Leave a Reply