চট্টগ্রামে সংকেত না মেনে পুলিশ সদস্যদের চাপা দিয়েছে মাদকবাহী একটি মাইক্রোবাস। এতে এক এএসআই নিহত হয়েছেন, আহত হয়েছেন এক কনস্টেবল। গতকাল ভোরে নগরীর চান্দগাঁও থানার মেহেরাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজী মো. সালাহ উদ্দীন লক্ষ্মীপুর সদর থানার দক্ষিণ জয়পুর গ্রামের নাদেরুজ্জামানের ছেলে। তিনি চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। আহত কনস্টেবল মো. মাসুম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, এএসআই সালাহ উদ্দীন, কনস্টেবল মো. মাসুম, মানিক মিয়া ও প্রান্ত মিত্র চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশ এলাকায় দায়িত্বরত ছিলেন। গোপন সংবাদে তারা জানতে পারেন, একটি কালো মাইক্রোবাস পার্বত্য এলাকা থেকে চোলাই মদ নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। গাড়িটি আটকাতে মেহেরাজঘাটা পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেন তারা। মাইক্রোবাসটিকে আসতে দেখে সালাহ উদ্দীন সেটিকে থামার সংকেত দেন। সংকেত পেয়ে থামানোর মতো করে চালক মাইক্রোবাসের গতি কমায়। এ সময় সালাহ উদ্দীন ও মাসুম গাড়ির সামনে যান। আচমকা চালক গাড়ির গতি বাড়িয়ে দিয়ে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান সালাহ উদ্দীন। মাসুমও আহত হন। সালাহ উদ্দীনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ূয়া বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে চান্দগাঁও বোর্ড স্কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গাড়িটির মালিক ও চালককে শনাক্ত করার কাজ চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply