মোংলা বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এ লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে প্রবেশ করে। এরপর বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করে। তারা বর্তমানে ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকে। মোংলা বন্দর ব্যবহার করতে বৈঠকে আলোচনা হয়।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—এই চার দেশের নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।
দেশটিকে ট্রানজিন সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিক ভাবে লাভবান হবে উল্লেখ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তাঁরা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুরে বন্দর ত্যাগ করেন নেপালের প্রতিনিধিরা।
Leave a Reply