1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

সংসদে উঠছে সংশোধিত সমুদ্র আইন

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

যুগোপযোগী ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে ‘টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন (সংশোধনী) আইন, ২০২১’ সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংশোধনীটি বুধবার (১৫ সেপ্টেম্বর) সংসদে উপস্থাপন করার সম্ভাবনা আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুনীল অর্থনীতির গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালে আইনটি প্রণয়ন করেন। এরপর ১৯৮২ সালে আনক্লজ (ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্যা ল অফ টি সি) গৃহীত হয় যা ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ অণুস্বাক্ষর করে।
এই ৪৫ বছরে অনেক কিছু পরিবর্তন হওয়ায় এবং প্রতিবেশীদের সঙ্গে সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধ নিরসন হওয়ায় আইনটির সংশোধনী আনা হয়েছে।
এর মাধ্যমে বাংলাদেশের কন্টিগুয়াস জোন বা অঞ্চল ১৮ নটিক্যাল মাইলের পরিবর্তে ২৪ নটিক্যাল মাইল নির্ধারণ করা হয়েছে। যার উপর বাংলাদেশের সার্বভৌম অধিকার থাকবে। এছাড়া এক্সক্লুসিভ ইকোনোমিক জোন কতটুকু, সমুদ্র গবেষণা, সমুদ্রে অপরাধ সংগঠিত হলে বাংলাদেশ কি করবে, এবং বিচারকার্য পরিচালনার জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা রাখা আছে।
উল্লেখ্য সংশোধিত আইনে ৩৫টি ধারা রয়েছে। এর মধ্যে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজের বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এখতিয়ার থেকে শুরু করে মহীসোপান, এক্সক্লুসিভ ইকোনোমিক জোন, শাস্তি ও জরিমানার পরিমাণ বৃদ্ধি, কোর্ট স্থাপনসহ বিভিন্ন উপাদান যুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT