1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সুপার রিফাইনারি জমি পেলো বঙ্গবন্ধু শিল্পনগরে

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ (দশ) একর জমি বরাদ্দ পেয়েছে সুপার রিফাইনারি (প্রাইভেট) লিমিটেড নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সোমবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এ বিষয়ে জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুসারে, সুপার রিফাইনারি (প্রাইভেট) লিনিটেড ১৮.৭৩ (আঠারো দশমিক সাত তিন) মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে মীরসরাইতে চারটি কারখানা স্থাপন করবে, যাতে বিভিন্ন ধরণের রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হবে। এসব কারখানায় অন্তত ২০৩ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব শেখ ইউসুফ হারুন।
সভাপতির বক্তব্যে জনাব শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিশন-২০৪১ বাস্তবায়নের ক্ষেত্রে বেজার অর্থনৈতিক অঞ্চলসমূহ সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
সুপার রিফাইনারি (প্রাইভেট) লিনিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শাজির আহমেদ জানান, তাদের চারটি কারখানায় প্রেসিপিটেটেড সিলিকা, এলএবিএসএ, পিউরিফাইড ইথাইল অ্যালকোহল, অকটেন ও বোটলিং এলপিজি উৎপাদন করা হবে। এগুলো চামড়াজাত পণ্য, ডিটারজেন্ট ও স্যানিটাইজার তৈরির প্রাথমিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।
বেজা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় বিস্তৃত প্রায় ৩০ হাজার একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ শিল্পনগরে মাধ্যমে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বেজা। ইতোমধ্যে বঙ্গবন্ধু শিল্পনগরে ২৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে। সরকারী বিভিন্ন সংস্থার সাথে বেজার সুসমন্বয়ের ফলে নির্মিত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে বঙ্গবন্ধু শিল্পনগরের সংযোগকারী ১০কি.মি. দীর্ঘ সড়কপথ ‘শেখ হাসিনা সরণি’, বঙ্গোপসাগরের উপকূল ঘিরে ১৬ কি.মি. দীর্ঘ প্রতিরক্ষাবাঁধ বা সুপারডাইক, প্রতিষ্ঠিত হয়েছে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহের কাজ। এছাড়াও ২১২ একর জমিতে ‘শেখ হাসিনা সরোবর’ নামে কৃত্রিম জলাধার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) (অতিরিক্ত সচিব) জনাব আলী আহসান এবং সুপার রিফাইনারি (প্রাইভেট) লিমিটেড এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শাজির আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT