পদ্মা বহুমুখী সেতুর নিরাপত্তা এবং সংশ্নিষ্ট সব নৌযান চলাচলের সুবিধার্থে রুট নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বৃহস্পতিবার সকালে সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিমুলিয়া নদীবন্দরের অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত সব ধরনের যাত্রীবাহী লঞ্চকে শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলার এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া যাওয়ার পথে ১৭ ও ১৮ নম্বর পিলারের মধ্য দিয়ে যাতায়াত করতে হবে।
অন্যদিকে, শিমুলিয়া ঘাট হয়ে আরিচার দিকে যেতে সব ধরনের ট্রলার, কোস্টার, ট্যাঙ্কার, কার্গো এবং বাল্ক্কহেডকে পদ্মা সেতুর পিয়ার ৬ ও ৭ নম্বর পিলারের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে। তবে বিপরীত দিক থেকে আসা অর্থাৎ আরিচা অংশ থেকে শিমুলিয়া ঘাট হয়ে চাঁদপুর বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের মধ্য দিয়ে যাতায়াত করতে হবে। এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, এতদিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর নিচ দিয়ে পিলার নির্ধারিত থাকলেও লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলের জন্য কোনো নির্দেশনা ছিল না।
বর্তমানে পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলাচল করছে। তবে বারবার সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply