১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ভোর ৬টা থেকে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি। সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।
বেনাপোল প্রতিনিধি জানান, ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক এসোসিয়েশন। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। এ সময় তারা কোনো ধরনের পণ্যবাহী যানবাহন চালাবে না।
ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে আজ সব ধরনের পণ্যের খালাস বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সদস্য ঝিকরগাছা, বেনাপোল ট্রাকমালিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুর রহমান।তিনি বলেন, সড়কে পুলিশী হয়রানি বন্ধসহ তাদের দাবীকৃত ১৫ দফা দাবি বাস্তবায়িত না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবে।
এদিকে, ধর্মঘট চলায় বেনাপোল বন্দরের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে। আজ সকাল থেকে বন্দরে কোনো মালামাল লোড হয়নি।
Leave a Reply