ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক, শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছি। এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও তেলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
Leave a Reply