1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মোটরসাইকেল নিয়ে ওরা সড়কে টাকা লুট করে

বাইক এন্ড সাইকেল রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

মোটরসাইকেল নিয়ে ওরা সড়কে টাকা লুট করে
বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সমকাল
ডাকাতির কাজে এ দলটি সাধারণত শনিবারকে বেছে নিত। এ ছাড়া যে সড়ক কিংবা ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সেসব এলাকা এড়িয়ে চলত। তারা রাজধানীর মানি এক্সচেঞ্জ ব্যবসা হয় এমন এলাকায় অবস্থান করত। কোনো ব্যক্তি বেশি টাকা বহন করলে তাকে টার্গেট করত। সে ব্যক্তির তথ্য মোটরসাইকেল নিয়ে থাকা গ্রুপের অপর সদস্যদের ফোনে জানিয়ে দিত। তারা মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ীকে অনুসরণ করে সুবিধাজনক স্থানে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট করে নিত। এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো জলিল মোল্লা, দীপু ও রিয়াজ। তাদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, দুটি মোটরসাইকেল ও লুণ্ঠিত ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
Ksrmডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, গত ২৮ আগস্ট একজন ব্যবসায়ী মতিঝিলের নিহন মানি এক্সচেঞ্জ থেকে ৬০ লাখ টাকা নিয়ে গাড়িতে রওনা দেন। ছয় ডাকাত মোটরসাইকেলে ওই ব্যবসায়ীর গাড়ি অনুসরণ করে দুপুরে মৌচাক ফ্লাইওভারে গতিরোধ করে। দুই রাউন্ড ফাঁকা গুলি করে এবং হাতুড়ি দিয়ে গাড়ির দরজার গ্লাস ভেঙে ফেলে। এ সময় ডাকাতরা গাড়ির পেছনের ডালা খুলে ভেতর থেকে একটি কালো ব্যাগে থাকা ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন রমনা মডেল থানায় মামলা হয়।
এ ছাড়াও ডাকাত দলটি গত ৪ সেপ্টেম্বর অপর এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা লুট করে নেয় সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে। এসব মামলার তদন্তে নেমে ডিবি ডাকাত চক্রটির সন্ধান পায় এবং তিনজনকে গ্রেপ্তার করে। তারা পেশাদার ডাকাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT