মোটরসাইকেল নিয়ে ওরা সড়কে টাকা লুট করে
বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সমকাল
ডাকাতির কাজে এ দলটি সাধারণত শনিবারকে বেছে নিত। এ ছাড়া যে সড়ক কিংবা ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সেসব এলাকা এড়িয়ে চলত। তারা রাজধানীর মানি এক্সচেঞ্জ ব্যবসা হয় এমন এলাকায় অবস্থান করত। কোনো ব্যক্তি বেশি টাকা বহন করলে তাকে টার্গেট করত। সে ব্যক্তির তথ্য মোটরসাইকেল নিয়ে থাকা গ্রুপের অপর সদস্যদের ফোনে জানিয়ে দিত। তারা মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ীকে অনুসরণ করে সুবিধাজনক স্থানে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট করে নিত। এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো জলিল মোল্লা, দীপু ও রিয়াজ। তাদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, দুটি মোটরসাইকেল ও লুণ্ঠিত ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, গত ২৮ আগস্ট একজন ব্যবসায়ী মতিঝিলের নিহন মানি এক্সচেঞ্জ থেকে ৬০ লাখ টাকা নিয়ে গাড়িতে রওনা দেন। ছয় ডাকাত মোটরসাইকেলে ওই ব্যবসায়ীর গাড়ি অনুসরণ করে দুপুরে মৌচাক ফ্লাইওভারে গতিরোধ করে। দুই রাউন্ড ফাঁকা গুলি করে এবং হাতুড়ি দিয়ে গাড়ির দরজার গ্লাস ভেঙে ফেলে। এ সময় ডাকাতরা গাড়ির পেছনের ডালা খুলে ভেতর থেকে একটি কালো ব্যাগে থাকা ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন রমনা মডেল থানায় মামলা হয়।
এ ছাড়াও ডাকাত দলটি গত ৪ সেপ্টেম্বর অপর এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা লুট করে নেয় সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে। এসব মামলার তদন্তে নেমে ডিবি ডাকাত চক্রটির সন্ধান পায় এবং তিনজনকে গ্রেপ্তার করে। তারা পেশাদার ডাকাত।
Leave a Reply