1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামীকাল থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ শিপিং কর্পোরেশনের বহরে ২১টি জাহাজ যুক্ত হবে : নৌপ্রতিমন্ত্রী টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তের আগুন ‘দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আর থাকবে না’ কক্সবাজার-দোহাজারী রেল লাইন : প্রধানমন্ত্রীর উদ্বোধন, শেষ হলো অপেক্ষা সড়ক দুর্ঘটনার ৩৫% বাঁক ও ক্রসিংয়ে, বাঁক সোজা করার সুপারিশ সংসদীয় কমিটির বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ গাড়ি জব্দ : দুজন গ্রেপ্তার অক্টোবরে ৪২৯ সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত, ড্রাইভার মারা গেছে ১২০ জন : যাত্রী কল্যাণ সমিতি বিমানের কোটি কোটি টাকা পাওনা রয়েছে এমন অনেক ট্রাভেল এজেন্সির অস্তিত্ব নেই : প্রতিমন্ত্রী মেট্রো রেলে আধা ঘন্টায় উত্তরা থেকে মতিঝিল

ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের নতুন দ্বিবার্ষিক কমিটি নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১

ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের নতুন দ্বিবার্ষিক কমিটি নির্বাচিত হয়েছে। ২০২১-২০২৩ সালের জন্য কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে এ কমিটির সভাপতি হয়েছেন এসএম শাহ আলম মুকুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সোবহান মুন্সী। এসএম শাহ আলম মুকুল জানান, গত ৪ সেপ্টেম্বর গ্রুপের নির্বাচনে নির্বাহী সদস্যরা নির্বাচিত হন। পরে নির্বাচিত নির্বাহী সদস্যরা দুই দফা অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া শেষ করে শুক্রবার ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
এ কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাইদ আবু আইউব, মুহা. শাহীন চৌধুরী, কাজী জাহাঙ্গীর আলম, চিত্তরঞ্জন সাহা ও নিত্যানন্দ সাহা। অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিল মোহাম্মদ দিনু। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কায়েস মিয়া ও সুদর্শন অধিকারী।
এ ছাড়া বাবুল হোসেন সংগঠনিক সম্পাদক, সজল কুমার দাস কোষাধ্যক্ষ, প্রসেনজিৎ সাহা (পিয়াস) দপ্তর সম্পাদক, খোকন সাহা প্রচার সম্পাদক, আলমগীর কবির জুয়েল ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন।
সড়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম ওমর, নুরুজ্জামান মোল্যা, আনিছুর রহমান মিলন, প্রকাশ মজুমদার ও মো. নাসিরউদ্দিন খান।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. আতিকুর রহমান মুরাদ হাওলাদার, শফিকুল ইসলাম রুবেল ও মো. ইয়াহিয়া বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT