চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব বার জব্দ করা হয়।
আটক হওয়া বেবিচকের কর্মচারীর নাম মো. বেলাল উদ্দিন।তিনি সংস্থাটির এএসজি পদে কর্মরত। উদ্ধার করা সোনার বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
এসব সোনার বার কোথা থেকে আনা হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় আটক কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হবে।
Leave a Reply