হেডফোন লাগিয়ে রেললাইনের বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে গেম খেলছিল ইয়াসিন (১৫)। কিছু বুঝে ওঠার আগে দ্রুত গতিতে এলো ট্রেন। ওই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল নবম শ্রেণির ওই ছাত্র।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে নীলফামারী সদরের পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলীর ছেলে এবং পলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল ইয়াছিন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনটি নীলফামারী স্টেশনে আসার পথে কাটা পড়ে সে। ইয়াছিন হেডফোন লাগিয়ে খেলার সঙ্গে মোবাইলে গান শুনছিল বলে জানায় বন্ধুরা।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply