৭ বছর ধরে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিন ঈশ্বরদীতে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরদী বিমানবন্দর পরিদর্শন করেন তিনি। এর আগে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, রাশিয়ানদের আবাসন গ্রিনসিটিও পরিদর্শন করেন।
এ সময় কয়েকজন এমপি, সাবেক এমপি, সচিব, মেয়র, চেয়ারম্যানসহ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর আগমনের খবরে ঈশ্বরদী পৌরসভা কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ঈশ্বরদী বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর উপস্থিতিতেই এ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, মেয়র ইছাহক আলী মালিথাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে এলে শহরের রেলওয়ে গেটে আলহাজ খায়রুজ্জামান বাবু মোটরস্ট্যান্ডে তাকে গণসংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
Leave a Reply