রাজধানী ঢাকায় যাত্রীবাহী বাসগুলোতে চেকার বাণিজ্য এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের জন্য।
বাস কম্পানিগুলো সরকার নির্ধারিত ন্যূনতম ভাড়ার নিয়ম বাদ দিয়ে নিজেদের মর্জিমতো চেকভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিয়েছে। তারা কয়েক কিলোমিটার অন্তর অন্তর চেক বসিয়েছে। এর মাধ্যমে যাত্রীদের কাছ থেকে দুইভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সরকার নির্ধারিত ন্যূনতম ও দূরত্ব অনুযায়ী ভাড়ার বদলে প্রতি চেক অনুযায়ী ভাড়া আদায় করা হয়।
সিটিং বাস দাবি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, কিন্তু যাত্রীদের সিটিং সুবিধা না দিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়। যেমন—ঢাকা সিটি কলেজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ভাড়া ১০ টাকা। সিটি কলেজের সামনে চেকার উঠে যাত্রীর সংখ্যা গুনে চেকলিস্টে স্বাক্ষর করে দেয়। এরপর একজন যাত্রী মোহাম্মদপুরের আগে যেখানেই যাক না কেন, তাকে ১০ টাকাই ভাড়া দিতে হবে। এভাবেই ঢাকার প্রতিটি রুটি প্রায় সব কয়টি বাস কম্পানি এই নিয়ম চালু করেছে। যাত্রীরা এর প্রতিবাদ করলে কোনো কাজ হয় না। উল্টো হেনস্তার শিকার হতে হয়। যাত্রীরা যেন দূরত্ব অনুযায়ী ভাড়া দিতে পারে, সে ব্যবস্থাা নিশ্চিত করা হোক।
Leave a Reply