প্রত্যেক বছরে মতো এবারও ২০ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক এয়ারট্রাফিক কন্ট্রোলারস ডে উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অবসরপ্রাপ্ত ও কর্মরত সব কন্ট্রোলার, বিভিন্ন এয়ারলাইনস প্রতিনিধি ও বিমানবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এটি একটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য (এটিএম) এয়ার কমোডর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নভো এয়ারের প্রতিনিধি খালেক সাইফুল্লাহ এবং ওসির প্রেসিডেন্ট মিসেস দিলারা প্রমুখ।
Leave a Reply