আগামী দুই বছরে ২০ কোটি ডলারের বিশেষায়িত তৈরি পোশাক রপ্তানি করতে চায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান চরকা টেক্সটাইল। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করছে। এ জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান আহসান এইচ খান। গত শনিবার নরসিংদীর ডাঙায় চরকা টেক্সটাইলের কারখানার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান।
আহসান এইচ খান বলেন, ‘এরই মধ্যে চরকা থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার (১০ কোটি ডলার) রপ্তানি করছি। একই সঙ্গে আমাদের উৎপাদন বাড়ছে। এই উৎপাদন আরো বাড়িয়ে ডাবল শিফট করার পরিকল্পনা নিয়েছি।’
উৎপাদন বাড়াতে আরো লাইন সংযোজন করা হচ্ছে। এ ছাড়া বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছে। করোনা-পরবর্তী বিশ্ব বাংলাদেশের মতো দেশকে খুঁজছে। যারা আরো বেশি পোশাকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
শ্রমিকদের অধিকারের কথা জানিয়ে আহসান এইচ খান বলেন, ‘আমি মনে করি তারা এই কারখানার মালিক। ফলে চরকাকে সবাই মিলেই এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
‘এ ছাড়া সুন্দর কর্মপরিবেশ নিশ্চত করতে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা, তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল, সুস্বাস্থ্যের জন্য ক্লিনিক সুবিধার পাশাপাশি চিকিৎসাকেন্দ্র তৈরি করা হচ্ছে। লাভের অংশ থেকে ইনসেনটিভ দেওয়া হয়। এ ছাড়া লভ্যাংশের অংশীদারি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
Leave a Reply