গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস ‘লিমিটলেস থ্রিল’ ট্যাগ লাইন নিয়ে সুজুকি সুইফটের নতুন মডেল বাজারজাত শুরু করেছে। সুইফটের অ্যাগ্রেসিভ স্টাইলিং, স্পোর্টি লুক এবং পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের মাধ্যমে হট হ্যাচ ক্যাটাগরিতে বিশ্বব্যাপী একটি মানদণ্ড তৈরি করেছে।
উত্তরা মোটরসের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান বলেন, ‘২০০৬ সালে বাজারজাত শুরু হওয়ার পর থেকেই সুজুকি বিশ্বে হ্যাচব্যাক গাড়ির বিভাগে বিপ্লব ঘটিয়েছে। সুজুকি গাড়ির গ্রাহকদের চাহিদা গুরুত্ব দিয়ে উত্তরা মোটরস আজ ডুয়াল জেট ডুয়াল ভিভিটি ১২০০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ সুজুকি নতুন সুইফট বাজারজাত শুরু করল। আমরা আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানাই তাদের অটুট সমর্থনের জন্য এবং আমি আত্মবিশ্বাসী যে নতুন সুইফট গাড়ি গ্রাহকদের কাছে প্রশংসিত হবে।’
Leave a Reply