মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর অনুমতি চান চালকরা। সেই সঙ্গে দেশের সব সেতুতে তাঁদের জন্য টোল খরচ কমাতে হবে ৫০ শতাংশ। এ ছাড়াও বিআরটিএর ২০১৫ সালের ঘোষণা অনুযায়ী রাজধানীতে সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
সংগঠনটির অন্য দাবিগুলো হচ্ছে, বিআরটিএর ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী অটোরিকশার চালকদের নিবন্ধন বাস্তবায়ন করা, সিএনজি অটোরিকশার চালককে নামমাত্র সরল সুদে দীর্ঘ মেয়াদি ব্যাংক ঋণ দেওয়া, ঋণের ৫০ শতাংশ টাকা সরকারকে ভর্ভুকি দিতে হবে, চালক ছাড়া ব্যক্তি মালিকানায় সিএনজি অটোরিকশার নিবন্ধন (ব্লু-বুক) প্রদান চলবে না, ইয়েস পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং মামলা ও মিটার মামলা দেওয়া যাবে না, সিএনজিচালকদের নিয়োগপত্র দিতে হবে, নতুন লাইসেন্স প্রদান ও পুরনো লাইসেন্স নবায়ন সহজ শর্তে ও অল্প অর্থে প্রদান করতে হবে, সড়কের খানাখন্দ রিপেয়ারিং করে জেব্রাক্রসিং, স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার এবং শাখা সড়কে অ্যারো চিহ্ন দৃশ্যমান রঙে রঙিন করতে হবে।
Leave a Reply