দেশে আরও দুটি বেসরকারি এয়ারলাইন্স অপারেশনে আসছে। ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা নামের নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স আগামী বছরের শুরুতে বাংলার আকাশে ডানা মেলার প্রস্তুতি নিচ্ছে।
ফ্লাই ঢাকাকে ইতোমধ্যে এনওসি (অনাপত্তি ছাড়পত্র) দেওয়া হয়েছে। কোম্পানির মালিকানায় রয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও কয়েকজন ব্যবসায়ী। এদিকে এনওসির অপেক্ষায় আছে অপর কোম্পানিটি, এর মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। এয়ার অ্যাসট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, আমাদের সাতটি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে ইউএস-বাংলা এবং নভোএয়ার নামে দুটি বিমান কোম্পানি ফ্লাইট অপারেশনে রয়েছে। অপর বিমান সংস্থা রিজেন্ট এয়ারের অপারেশন বন্ধ রয়েছে প্রায় দুই বছর ধরে।
Leave a Reply