ইউএস বাংলা এয়ারলাইন্স ২০২৩ সালের মধ্যে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি বলেছেন, ২০২২ সাল ইউএস বাংলা এয়ারলাইন্সের জন্য অনেক চ্যালেঞ্জিং বছর।
আমরা গত আট বছরের অভিজ্ঞতাকে সাথে নিয়ে এশিয়ার গন্তব্য জেদ্দা, দাম্মাম, মদিনা, রিয়াদসহ শারজাহ, আবুধাবিতে ফ্লাইট পরিচালনা করছি।
আগামী বছরের মধ্যে বাংলাদেশ সিভিল এভিয়েশনের ক্যাটাগরি-ওয়ান অর্জন করতে পারলে ইউএস বাংলা ২০২৩ সালের মধ্যে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এছাড়া ইউরোপের বিভিন্ন গন্তব্যে লন্ডন, আমস্টারডাম, রোম, প্যারিসসহ বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।
গত সোমবার সন্ধ্যায় কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন মো.কামরুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার পর ইউএস বাংলা একমাত্রই দেশীয় এয়ারলাইন্স যারা প্রথমবারের মতো চীনের গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
২৬ এপ্রিল ২০১৮ থেকে এখন পযর্ন্ত ঢাকা থেকে গুয়াংজু রুটের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এছাড়া চেন্নাই বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসা নিতে যান তাদের সেবা দেওয়ার সুযোগ পেয়েছে ইউএস বাংলা।
Leave a Reply