হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। এর নির্মাণকাজ চলবে রাতে। এ কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মার্চ পর্যন্ত তিন মাস দুই দিন বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রাতের ফ্লাইট। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ কারণে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। এ সময় জরুরি অবতরণের দরকার হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, এ সময় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দরের রানওয়ে। ফলে তখন বিমান ওঠানামা হবে না। তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের সুবিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply