সৈয়দপুর বিমানবন্দরে অবতরনের সময় বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের একটি বিমান। বিমানের যাত্রী ও ক্রুসহ ৭১ জন আরোহী নিরাপদে রয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় সৈয়দপুর বিমান বন্দরের রানওয়েতে অবতরের পরপরেই বেঁকে যায় বিমানের সামনের চাকাটি। এই অবস্থায় বিমানটিকে সফলভাবে অবতরণ করান নভো এয়ারের অভিজ্ঞ পাইলট। এতে বিমানটি রানওয়ের ওপরে দাঁড়িয়ে যায়।
গতকাল আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা (নোজ হুইল) আড়াআড়িভাবে রানওয়েতে স্পর্শ করার কারণে চাকাটি ফেটে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি রানওয়েতে থেমে যাওয়ায় সকল বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অনুরোধে সেনাসদরের নির্দেশনায় কমান্ডার, ২২২ পদাতিক ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীনের নেতৃত্বে সেনাবাহিনীর উদ্ধারকারী দল রাতে উদ্ধার কার্যক্রম শুরু করে। রিকভারী যানের সহায়তায় বিমানটিকে স্বল্প সময়ে রানওয়ে থেকে বের করে বিমান বন্দরের এপ্রোনে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারীদের নিরলস প্রচেষ্টায় গতকাল বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরকে বিমান চলাচলের উপযোগী করা হয়।
Leave a Reply