করোনাকালে ঝুঁকি নিয়ে চট্টগ্রাম বন্দর সচল রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজের স্বীকৃতি হিসেবে শ্রমিকদের নগদ প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নিয়োজিত বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে কর্মরত ছয় হাজার ৭৫২ জন শ্রমিক দুই হাজার ৫০০ টাকা করে এই প্রণোদনা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে শ্রমিক ও অপারেটরদের প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেন।
এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, করোনাকালে চট্টগ্রাম বন্দর সচল রাখতে শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়েছেন বলেই চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। এজন্য শ্রমিকদের আর্থিক সংগতির কথা বিবেচনায় রেখে আমরা আবারও প্রনোদনা দিচ্ছি।
Leave a Reply