করোনা বিপর্যয় কাটিয়ে পুনরুদ্ধার হচ্ছে উড়োজাহাজ ভ্রমণ। চাহিদা মেটাতে নতুন জেটের ক্রয়াদেশ দিচ্ছে এয়ারলাইনসগুলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৪০০টিরও বেশি উড়োজাহাজ সরবরাহের ক্রয়াদেশ পেয়েছে বোয়িং ও এয়ারবাস। চলমান দুবাই এয়ারশোতে এ ক্রয়াদেশ পেয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
এ সপ্তাহের শুরুতে ন্যারোবডি জেট ও নতুন পণ্য পরিবহন করা উড়োজাহাজের দুটি বড় ক্রয়াদেশ পেয়েছে এয়ারবাস। বেসরকারি ইকুইটি ফার্ম ইন্ডিগো পার্টনার্সের কাছ থেকে ২৫৫টি এবং এয়ার লিজ করপোরেশন থেকে ১১১টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
এরপর প্রতিষ্ঠানটি কুয়েতের এয়ারওয়েজ থেকে ২৮টি এ৩২০নিও ন্যারোবডি জেটের ক্রয়াদেশ পেয়েছে।
সম্প্রতি মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংও ভারত থেকে একটি বড় ক্রয়াদেশ পেয়েছে।
কুয়েতের স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থা জাজিরা এয়ারওয়েজ ২৮টি এয়ারবাসের এ৩২০নিও ফ্যামিলির যাত্রীবাহী জেটের ক্রয়াদেশ দিয়েছে।
এর আগে জাজিরার চেয়ারম্যান মারওয়ান বুদাই জানিয়েছিলেন, এ মাসে প্রতিষ্ঠানটি ২০০ কোটি ডলার মূল্যের উড়োজাহাজ কেনার লক্ষ্য নিয়েছে।
Leave a Reply