বাস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হয়েছেন মসিউর রহমান রাঙ্গা এমপি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।
গতকাল সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তারা পুননির্বাচিত হয়েছেন।
সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে কাউন্সিলের আয়োজন করা হয়। সেখানে সবার সম্মতিতে মসিউর রহমান রাঙ্গাকে (এমপি) সভাপতি এবং খন্দকার এনায়েত উল্যাহকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এসময় সমিতির ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
Leave a Reply