বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজ চালু করল নরওয়ে
এই জাহাজ চলাচলের ফলে বছরে প্রায় ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে। এর ফলে কমবে পরিবেশদূষণ।
বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ চালু করল নরওয়ে। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে এই জাহাজটি চালু করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) গণমাধ্যমের সামনে উন্মোচিত করা হয় জাহাজটিকে। ইয়ারা বার্কল্যান্ড নামের এই জাহাজ স্বয়ংক্রিয়, অর্থাৎ চালক ছাড়াই চলতে সক্ষম। ইয়ারা বার্কল্যান্ডে সেন্সর লাগানো রয়েছে। এই সেন্সরের সাহায্যেই জাহাজটি চালক ছাড়া নিজে নিজে চলাচল করবে।
বলা হচ্ছে, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে বৈদ্যুতিক জাহাজ চালু ছোট পদক্ষেপ হলেও এটি সামুদ্রিক শিল্পের ক্ষেত্রে জলবায়ু বিপর্যয় রোধে ভূমিকা রাখতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ারা বার্কল্যান্ডের দৈর্ঘ্য ৮০ মিটার এবং ধারণক্ষমতা ৩ হাজার ২০০ টন। জাহাজটি আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে।
নরওয়ের পোরসগ্রুনের একটি কারখানা থেকে ৮ মাইল দূরে ব্রেভিক বন্দরে ১২০ কনটেইনার সার পাঠানোর মাধ্যমে জাহাজটির কার্যক্রম শুরু হয়। এই জাহাজ চলাচলের ফলে বছরে প্রায় ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে। এর ফলে কমবে পরিবেশদূষণ।
তবে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের জন্য জাহাজটিতে আরও সংস্কার করতে হবে। এছাড়াও স্বয়ংক্রিয় নেভিগেশনের জন্য নতুন নিয়মেরও দরকার হবে। কারণ স্বয়ংক্রিয় নেভিগেশনের মাধ্যমে চলাচলের জন্য এখন পর্যন্ত কোনো নীতিমালা নেই। সূত্র: এএফপি
Leave a Reply