ধারাবাহিক লোকসানের দিন পেরিয়ে উন্নয়ন অভিযাত্রায় এখন মোংলা সমুদ্র বন্দর। গতকাল প্রতিষ্ঠার ৭১ বছর উদযাপন করেছে দেশের দ্বিতীয় এই সমুদ্র বন্দরটি। দিবসটি পালন উপলক্ষে বন্দর ভবনসহ মোংলা ও খুলনাস্থ বন্দর এলাকায় আলোকসজ্জা করা হয়। রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সব জাহাজে একযোগে হুইসেল বাজানো হয়। বন্দরের অগ্রগতি কামনা করে মোংলা বন্দরের সব মসজিদে দোয়া মাহফিল করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানমালা উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী কেক কেটে দিবসের শুভ উদযাপন শুরু করেন।
অনুষ্ঠানের শুরুতে বন্দরের উপর নির্মিত উন্নয়নমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
তিনি বলেন, মোংলা এক সময় লোকসানী ছিলো। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সাথে সাথে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেন, যার ফল শ্রুতিতে মোংলা বন্দর এখন জাহাজ আগমনে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক দূরদর্শিতায় অচিরেই মোংলা বন্দর আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হতে চলছে।
Leave a Reply