ইস্পাত খাতের প্রধান কাঁচামাল পুরোনো জাহাজের স্ক্র্যাপের দাম টনপ্রতি কমেছে তিন হাজার টাকা। চলতি মাসের শুরুতে চাহিদা হ্রাস পাওয়ায় দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে প্রতিটন ৫১ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়। যদিও করোনার প্রভাবে গত এক বছরের ব্যবধানে স্ক্র্যাপের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর ভালো মুনাফা হওয়ায় এবার রেকর্ডসংখ্যক জাহাজ ভাঙা হয়েছে। তবে স্ক্র্যাপের দাম কমলেও রডের দাম এখনও কমায়নি ইস্পাত কোম্পানিগুলো। প্যাসেঞ্জার ভয়েজ।
চলতি মাসে আভ্যন্তরীণ বাজারে পুরোনো জাহাজের স্ক্র্যাপের চাহিদা কম থাকায় কমছে দাম। বর্তমানে প্রতিটন মেটিং স্ক্র্যাপ ৪৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা ১০ দিন আগে ছিল ৫১ হাজার টাকা। তবে দাম কমার প্রভাব পড়েনি রড-অ্যাঙ্গেলের বাজারে। মান ও কোম্পানিভেদে উৎপাদিত ইস্পাত পণ্যের দাম বর্তমানে টনপ্রতি ৭২ থেকে ৭৪ হাজার টাকা। স্ক্র্যাপের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ইস্পাত খাতের উদ্যোক্তারা। তবে দেশে পুরোনো জাহাজ আমদানি বৃদ্ধি পাওয়ায় এবং চাহিদা কম থাকায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও গত এক বছর স্ক্র্যাপের দাম বাড়তির দিকে।
Leave a Reply