ভাড়া না বাড়ালে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। ডিজেলের দাম বাড়ায় জ্বালানি পরিবহনে ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে জ্বালানি পরিবহনমালিকদের সংগঠনটি।
গত রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ৪ নভেম্বর থেকে জ্বালানি তেল-ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হলেও ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। ডিজেলের দাম বাড়ানোয় জ্বালানি পরিবহনে ট্যাংকলরির খরচ এলাকাভেদে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশন এবং সরকারি প্রতিষ্ঠানগুলো পরিবহন খরচ বাবদ আগের চেয়ে বেশি টাকা দিচ্ছে না। ফলে নিয়মিত লোকসান দিয়ে ট্যাংকলরিগুলোকে জ্বালানি পরিবহন করতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দেওয়ার পরেও ভাড়া বাড়ানো হয়নি।
৩০ ডিসেম্বরের মধ্যে পরিবহন ভাড়া না বাড়ালে যে অচলাবস্থা সৃষ্টি হবে, তার জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা দায়ী থাকবেন বলে চিঠিতে বলা হয়েছে।
গত ৯ নভেম্বর ভাড়া বাড়ানোর দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে চিঠি দেয় সংগঠনটি। এরপর বিষয়টি নিয়ে একটি বৈঠক হলেও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম।
Leave a Reply