চট্টগ্রাম নগরে পরিবহন শ্রমিকদের করোনাভাইরাস (কভিড-১৯) টিকার আওতায় আনা হয়েছে। গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী পরিবহন শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় এ টিকাদান কার্যক্রম চলবে। গতকাল প্রথম দিনে এক হাজার পরিবহন শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় পোর্ট কানেক্টিং রোডের বন্দর ইস্ট কলোনি সংলগ্ন তালতলায় টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ টিকা প্রদান করা হচ্ছে। সিভিল সার্জন বলেন, রবি ও সোমবার আরো দুই হাজার পরিবহন শ্রমিককে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে। এরপর আগামী দুই মাস পর তাঁদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। পরিবহন শ্রমিকরা সুরক্ষিত না থাকলে পরিবহন মালিকপক্ষ সুরক্ষিত থাকবে না, দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে না। সরকারের নির্দেশনায় তাঁদের প্রত্যেককে কভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply