পাইলটদের অফিস করা বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্। উপস্থিতি নিশ্চিত করতে পাইলটদের গেটের সামনের ফেইস আইডি মেশিনে নিজের চেহারা দেখাতে বলা হয়েছে। গতকাল রবিবার বিমানের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নির্বাহী পদে দায়িত্ব পালনকারী পাইলটদের ফ্লাইট ডিউটি শেষে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং ফেইস আইডি মেশিনের মাধ্যমে হাজিরা নিশ্চিত করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইলট দেশ বলেন, পাইলটদের কর্তন করা বেতন সমন্বয় করা নিয়ে কয়েক মাস ধরে আন্দোলন করেছিলেন পাইলটরা। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান। আর এই কারণে মাস দুয়েক আগে তাকে চাকরিচ্যুত করে বিমান। এখন হাজিরা নিয়মিত করতে চিঠি দিয়েছেন। বিমান প্রশাসন বোঝাতে চাচ্ছে আমরা নিয়মিত অফিস করছি না। তারা ভুলভাবে আমাদের উপস্থাপন করছে। তিনি আরও বলেন, করোনাকালে পাইলটদের বেতন কর্তন করা নিয়ে মূলত বিমানের প্রশাসনে সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়। গত ১৩ জুলাই বিমান কর্তৃপক্ষ সব কর্মকর্তা-কর্মচারীর বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করে। কিন্তু পাইলটদের বেতন কাটার বিষয়টি বহাল থাকে।
Leave a Reply