রাজধানীর গুলিস্তানে বাস চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার এসআই রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে মেঘলা পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্ত শেষে তিনি জানান, ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বাসটিকে থানায় নেওয়া হচ্ছে। বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বাসযাত্রী অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), দেলোয়ার হোসেন (৪৭), রিহাদ (২৭)। তাদের মধ্যে ইলিয়াস গুরুতর আহত।
Leave a Reply