বিশ্বে পর্যটক গমন ২০২৪ সালের আগে করোনাপূর্ববর্তী অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে জতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিউটিও)। মাদ্রিদভিত্তিক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনার নতুন ধরন ওমিক্রন অত্যন্ত সংক্রামক। ২০২২ সালে পর্যটন খাতের পুনরুদ্ধার ব্যাহত করবে এটি, যদিও ২০২১ সালে পর্যটন খাতে ৪ শতাংশ প্রবৃদ্ধি হয় আগের বছরের তুলনায়।
২০২০ সালে পর্যটন খাতের রাজস্ব আগের বছরের তুলনায় কমে ৭২ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন অঞ্চলে পর্যটন খাতের পুনরুদ্ধার ধীর ও অসম হচ্ছে। এর কারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা, টিকা দেওয়ার হারে তারতম্য এবং ভ্রমণকারীদের আত্মবিশ্বাস।
গত বছর ইউরোপে বিদেশি পর্যটক বেড়েছে ১৯ শতাংশ এবং আমেরিকায় বেড়েছে ১৭ শতাংশ। সংস্থা আশা করছে, এ বছর আন্তর্জাতিক পর্যটন আগমন ২০২১ সালের চেয়ে ৩০ থেকে ৭৮ শতাংশ বাড়বে, যদিও তা ২০১৯ সালের পর্যায়ের চেয়ে কম থাকবে। কমপক্ষে ২০২৪ সালের আগে পর্যটক আগমন করোনাপূর্ববর্তী অবস্থায় ফিরছে না। সূত্র : এএফপি
Leave a Reply