নিয়ত সঠিক থাকলে ড্রেনে নামা তো দূরের কথা সরেজমিনেও যাওয়া লাগে না। চেইনে চেইনে কাজ হয়৷ এতটা আন্তরিক হলে ঢাকার দশা আজ এমন বেহাল হত না৷ পারলে কাল থেকে ময়লা ব্যবস্থাপনাটা ঠিক করেন৷ সাথে আর কয়টা পাবলিক টয়লেট বানিয়ে দেখান। আর যদি সদিচ্ছা থাকে তাহলে হকারদের ঢাকার বাইরে পুনর্বাসন করেন।
চাঁদাবাজির কথা না হয় এইবেলা বললামই না ৷
তবে চেষ্টা করা ভাল। লোক দেখানো হলেও কাজ তো করছেন। সেটাও কম কিসে৷ নিয়মিত রাস্তায় থাকেন। তাহলে আমরা আমজনতা নিশ্চিত হবো যে, উত্তর সিটিতে একজন মেয়র আছেন। দক্ষিণের কথা নাই বললাম। ফেসবুক হইতে।
Leave a Reply