বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুরে যাত্রীবাহী কোচ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। বুধবার (২৬শে জানুয়ারি) বিকালে বগুড়ার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক নাজির হোসেন জানান, গতকাল বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় শেরপুর উপজেলার মির্জাপুরের আমতলা নামক স্থানে ঢাকা থেকে বগুড়া অভিমুখী হানিফ পরিবহনের একটি কোচ বিপরীত দিক থেকে আসা শেরপুর থেকে চাঁন্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক মহিলা যাত্রীসহ ৫ জন মারা যায়।
এসময় একজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করেছে। ঘটনার পর হানিফ পরিবহনকে হাইওয়ে পুলিশ আটক করেছে।
Leave a Reply