চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, গত বছর প্রতি মাসে গড়ে কনটেইনার ওঠানামা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার একক। এ বছর শুধু জানুয়ারি মাসেই কনটেইনার ওঠানামা হয় ২ লাখ ৯২ হাজার একক। নতুন বছরে কনটেইনার ওঠানামায় (হ্যান্ডেলিং) নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বছর শুধু জানুয়ারিতেই ২ লাখ ৯২ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে, যা গত বছরের প্রতি মাসে গড় ওঠানামার রেকর্ডকে ছাপিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম। তিনি জানান, গত বছর প্রতি মাসে গড়ে কনটেইনার ওঠানামা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার একক। দেশের প্রধান এ সমুদ্র বন্দরে এ বছর শুধু জানুয়ারি মাসেই কনটেইনার ওঠানামা হয় ২ লাখ ৯২ হাজার একক ।
এনামুল করিম বলেন, ‘নতুন বছরের প্রথম মাসে বন্দরের কনটেইনার ওঠানামা নিরবচ্ছিন্নভাবে হয়েছে। ফলে গত বছরের প্রতি মাসের গড় রেকর্ড ভেঙেছে চলতি বছর কনটেইনারের ওঠানামা।’ জানুয়ারির ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নতুন রেকর্ড গড়তে পারবেন বলে প্রত্যাশা করছেন এ বন্দর পরিচালক।
বন্দরের পরিবহন বিভাগের তথ্য মতে, গত বছর চট্টগ্রাম বন্দরে মোট একক কনটেইনার ওঠানামা হয়েছিল ৩২ লাখ ১৪ হাজার একক । ২০২০ সালে হয়েছিল ২৮ লাখ ৩৯ হাজার একক। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৩০ লাখ ৮৫ হাজার একক কনটেইনার।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯৮ শতাংশ কনটেইনার ওঠানামায় ব্যবহার হয় চট্টগ্রাম বন্দর। ১২টি জেটি ব্যবহার করে এসব কনটেইনার ওঠানামা করা হয়।
Leave a Reply