আগামীকাল বুধবার থেকে ‘যত আসন তত যাত্রী’ নিয়ে চলবে ট্রেন। তবে আপাতত দাঁড়িয়ে যাত্রী তোলা হবে না। স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না। আগের মতোই অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইন ও অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।
গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে। সংস্থাটির উপপরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ নিম্নমুখী এবং টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। ফলে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রী চাহিদা পূরণে ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী পরিবহন করা হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ট্রেনে খাবার বিক্রি করা হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ আরও কমলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে।
৬৮ দিনের ‘লকডাউনের’ পর ২০২০ সালের ১ জুন থেকে আন্তঃনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধ রয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করছে রেল। বাস্তবে দেখা যাচ্ছে, সব আসনই পূর্ণ। দাঁড়িয়েও যাত্রী তোলা হচ্ছে। ট্রেনের কর্মচারীরা টাকার বিনিময়ে টিকিটবিহীন এসব যাত্রী তুলছেন বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply