শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ট্রেন ভ্রমণে এ বিধিনিষেধ শিথিল করল সরকার। তবে স্বাস্থ্যবিধি পালনে কঠোরতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি করা হচ্ছে ১৩ ফেব্রুয়ারির টিকিট। আজ যেসব ট্রেন চলছে, সেগুলোর টিকিটও অনলাইন ও কাউন্টারে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
স্টেশন ম্যানেজার বলেন, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শতভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সচেতন করছি এবং মাস্ক পরা নিশ্চিত করার চেষ্টা করছি। সে ক্ষেত্রে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেয়া হচ্ছে না। বন্ধ আছে স্ট্যান্ডিং টিকেট বিক্রিও।
এর আগে এক প্রজ্ঞাপনে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আন্তঃনগর ট্রেনের স্থায়ী টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা হবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে।
এ বছরের শুরুতে দেশে ওমিক্রন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ পরিস্থিতিতে গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল শুরু হয়। সংক্রমণ কমে আসায় এ বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে।
Leave a Reply