র্যাংগস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন (৭৫) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
রাজধানীর গুলশান আজাদ মসজিদে গতকাল আকতার হোসেনের প্রথম জানাজা হয়েছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় তাঁর নিজ গ্রাম খাওখীরে দ্বিতীয় দফায় জানাজা হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। সনি র্যাংগস হিসাবে খ্যাত র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্যের জগতে একজন সফল ব্যবসায়ী। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Leave a Reply