গোমতী নদী খনন প্রকল্পে ভারতের কেন্দ্রীয় সরকার ২৪ কোটি রুপি অনুমোদন দিয়েছে। এ অর্থ গোমতী নদীতে ড্রেজিংয়ে ব্যয় হবে। একই সঙ্গে ১০টি ভাসমান জেটি স্থাপন করা হবে ওই নদীপথে। ভারতের ত্রিপুরার সেপাইজালা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত গোমতী নদীতে ৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপ্রকল্পের উন্নয়ন হবে। খবর : টাইমস অব ইন্ডিয়া
প্রকল্পের বাংলাদেশ অংশে ১৪ ও ভারতে সাড়ে ১৫ কিলোমিটার নদীপথের দেড় কিলোমিটারে খননকাজ হবে।
ত্রিপুরা রাজ্যের পরিবহন বিভাগের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এল দারলং জানান, মোট ২৪ কোটি ৫৩ লাখ রুপি প্রকল্প ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী মে মাস নাগাদ দাউদকান্দি হতে সোনামুড়ায় ২ থেকে ৩শ টন জলযান যাতায়াত করতে পারবে বলে আশা করছে ভারতীয় কর্তৃপক্ষ।
গোমতী নদী খননে ৭৯৭ কোটি টাকার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। প্রকল্পের ২০ শতাংশ ব্যয় বহন করবে ভারত। বাকি ৮০ শতাংশ দেবে বাংলাদেশ।
২০২০ সালের ৫ সেপ্টেম্বর কুমিল্লার গোমতী নদী দিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ চলাচল শুরু করা হয়।
Leave a Reply