দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটক নিরাপদে টেকনাফ ফিরে এসেছেন। সতর্ক সংকেত শিথিল হওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার দুটি নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল ফের শুরু হয়েছে। এসব জাহাজে করে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা নিরাপদে টেকনাফে ফিরেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএ’র নদী বন্দরে জেটিঘাট ও কক্সবাজার থেকে পর্যটক নিয়ে ৮টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হয়। বেলা সাড়ে ১২টার দিকে জাহাজগুলো সেন্টমার্টিনে পৌঁছায়।
বিকেল সাড়ে তিনটায় আটটি জাহাজে করে গত রবিবার ভ্রমণে গিয়ে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটক টেকনাফ ও কক্সবাজারের উদ্দেশে ফিরে গেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল।
Leave a Reply