বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের সবজির বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। গত বছর দেশে উৎপাদিত পান রপ্তানি করে এক মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য কার্গো বিমান কেনার চিন্তা করছে সরকার।
গতকাল রবিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের সনদ, চেক ও নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেলও বিতরণ করা হয়।
Leave a Reply